![]() |
| পরিচিতি |
প্রতীক্ষা
নীল অর্কিটের ছায়া ঘিরে আছে জীবন
তাকে পাশ কাটিয়ে এগোতে পারি না
কবে হবে নিস্কৃতি ?
কবে হবে মুক্ত জীবন ?
অর্কিট থেকে পরিত্রান পাব কবে ?
এই প্রশ্নগুলো ছুঁড়ে দেই আকাশের গভীরে
দল বেঁধে মেঘ এসে উড়ে নিয়ে যায় প্রশ্নগুলো
আমি হাঁ করে চেয়ে থাকি উত্তরের প্রতীক্ষায়......
দল বেঁধে মেঘ আর ফিরে আসে না,
আমার পরিত্রান মেলে না,
পায়ের শিকল খুলে না,
নিস্কৃতি অধরা থেকে যায় ।
চন্দন কুমার দাস
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন