জয়া চৌধুরী

~ কবি পরিচিতি ~









আয়না সখী



দেখি, মুখটা একবার আয়নায় দেখি!
বাঃ!
এ যে দারুণ দেখাচ্ছে!
ঠোঁটটা এত পুরুষ্টু না কি?
কই আগে দেখি নি তো!
ওঃ, বুঝেছি, দুষ্টুটা হামলে পড়েছিল ও দুটোকে নিয়ে
চুষে কামড়ে ইসস যা তা...
চোখের পাতাগুলো এত বড় হল কখন?
কেমন ঘন সার সার যেন তাল বন ছায়া বীথিকা।
হুঁ হবেই তো।

ওর ভেজা ঠোঁট যে বারবার চোখের পাতা ছুঁয়েছিল
গাল দুটো...চিবুক...এই এই এইও-
কানদুটো আবার কোত্থেকে এল?
কোনদিন খেয়াল পড়ে নি তো!
ইসস, এত হ্যাংলামো ওর ও দুটোকে নিয়ে
যেন আগে কিচ্ছুটি খায় নি তাই...
নাকটা বুঝি চিরদিনই এমনি টিকোলো !

কি জানি! ওটার ডগায় বড়ি ছিল বলেই তো ভাবতাম।
এ মা যাচ্ছেতাই করে ও নাকটাকে নিয়ে!
দেখতে পেলেই চেটেপুটে সাফ।
দেখি দেখি দেখি...এই এই আর না আর না-
ইসস আমার লজ্জা করছে তো...




জয়া চৌধুরী জয়া চৌধুরী Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.