কুন্তল লালন শাঁহ মন্ডল

পরিচিতি 










আলো আঁধারিতে 


নীভু আগুন
নীল কোলাহল ..
পিছু নেয় অমেরুদন্ডী ছায়া ।
বাক্স বন্দী ম্যাজিকের সরঞ্জাম ..
কোনোটাই মুগ্ধ করেনা তোমায় ,
তাই রুমালের খেলা আর দেখাইনা ..ওতে লেগে আঁশটে গন্ধ ।

সন্ধ্যের পর আরো রাতে
নিকশ কালোয়
দাড়িয়ে ছিলো যে ছেলেটি , তোমার পাঁচিল ঘেষে ....তীব্র বিষক্রিয়ায় অমাবশ্যার সাথে মিশে গেছে দ্রুত ।

নিশ্চুপ শীতঘুমে
পাটভাঙ্গা লেপে বন্দী সহবাসে অনুভব করো শীতল যন্ত্রনা .... মৃদু স্রোতের ঠান্ডা শিরশিরানি ....??
অনেক বছর পর ,যেদিন
তোমার গর্ভে জন্ম নেবে প্রেমিক ছেলেটি .... চিনে নিতে পারলে আরেকবার ভালোবেসে চুমু খেও ওর কপালে ।।







কুন্তল লালন শাঁহ মন্ডল কুন্তল লালন শাঁহ মন্ডল Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.