ফারহানা খানম

পরিচিতি  










অপ্রাপ্তির আরক


নদী কি জানে কত মুক্তো বয়ে যায় জলে?
জানে না ঝিনুকও 
বন্ধন থেকে কি করে মুক্ত।
নদী বা জলের তা জানার প্রয়োজন নেই
সময়ে জহুরীই তুলে নেয় ঝিনুক! 
শুধু নিক্তিতে হিসেব কষে চলে বালি
পলে পলে কত জহরত সে জমায় জলের অতলে।
কতোটা আবেগ বাঁধা ছিল মনের ইদারায়
বিকেলের ইজারায় রাঁধাও রেখেছে নহর 
জমেছে মোহন বাঁশির সুর
ছুটে যাওয়া হয়নি দিয়েছে বাঁধা কনকচূড়ার ফুল  
কিরণমালীর কপালে কি জুটতো না সেই 
পড়ে থাকা অবহেলায় সুখ! 
লতার নিক্কনে আজো প্রেম তাই কাঁদে।
লোকে বলে মিলনের
আসলে ভাঙ্গনের ইতিহাস গড়ে মোহনায় 
জলের দর্পনে প্রতিবিম্ব দেখে রোদ
উতল বাতাসে বার্তা বয়ে যায়
কেউ কি আছে ফিরিয়ে দিতে পারে 
অপ্রাপ্তির আরক।



ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.