দোলনচাঁপা ধর




ঝুপ করে সন্ধ্যে নেমে এলেই দিনের পরাজয় নয় বরং বলা যেতে পারে ঠিক তখন থেকেই দিনের আবাহন শুরু। কাল কি কি করব ভেবে আজ সন্ধ্যে মাটি হল, তবে কি সন্ধ্যের পরাজয়? তাই বা বলি কি করে? সারাদিনটা যে কাটল সন্ধ্যে কাটানোর তোড়জোড় করে। ছোটবেলাটা কেটে গেছিল বড় হওয়ার আকাঙ্ক্ষায় আর শেষমেশ যখন সত্যিই বড় হলাম এখন লুকিয়ে খালি ছোট হতে ইচ্ছে করে, মন খারাপ হয় এই ভেবে যে দুই বেলাই পরাজিত হল দুইয়ের হাতে। দিদিমার সাথে গানের লড়াই খেলে জিততে পারা মুখের কথা নয়, সেই কোন যুগের গান টেনে এনে ক’,চ’, ম’,প’ যা বল তা দিয়ে গেয়ে দেবে কিন্তু কি অজানা কারণে আমার সাথে জিততে পারে না কখনো। আমার বিজয় হুংকারের জবাবে হাসিমুখে বয়সের দোষ মেনে নেয়।

সকলেই জিততে চাই রোজ, নিয়ত কিন্তু আমার জেতার সঙ্গে সঙ্গেই ঘটে আর কারো পরাজয় কিন্তু সে কথা ভাবি সে সময় পাই কোথা? আবার সন্তানের কাছে হেরে গিয়েই নাকি আসলে জিতে যেতেন বাবা, তেমনটাই বলতেন। কম্পিউটার রপ্ত হয় নি মৃত্যুর আগেও কিন্তু ছেলের যে এই যন্ত্রটির ওপর বিশেষ দক্ষতা আছে তা ভেবে কি আনন্দই না পেতেন। ভোটে জিতে একদল যখন ক্ষমতার শিখরে মানুষের মনে তখন হয়ত তারা হেরে বসে আছে, মানুষ জানে কোন এক অজ্ঞাত কারণে এরাই হয়ত আবারো জিতে যাবে কিন্তু সবসময় আপ্রাণ চেষ্টা করবে আবার এদের হারিয়ে দিয়ে নিজেরা জিতে যেতে। হার-জিত বা জয়-পরাজয় তো আলোছায়ার মত সাথে সাথে চলে, জয়ী হয়ে আত্মতৃপ্তি পাওয়ার অবসরেই যেন কোথায় মিশে যায় পরাজিতের দীর্ঘশ্বাস।


পরিচিতি  
দোলনচাঁপা ধর দোলনচাঁপা ধর Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.