![]() |
| পরিচিত |
যখন...
যখন দেখি অশ্রু
তোমার লুপ্ত দুঃখ কষ্ট পাই খুঁজে
যখন থাকো নীরবে
তোমার সব নীরব ভাষা নেই বুঝে ।
যখন থাকো দূরে
তোমায় কাছে পাওয়ার বাসনা শুধুই বাড়ে
যখন আসো কাছে
তোমার স্পর্শে সুখের শ্বাস প্রশ্বাস ছাড়ে ।
যখন আসো স্বপ্নে
তোমার নিয়ে সৃষ্টি হয় রঙ্গীন আশার
যখন থাকো হৃদয়ে
তোমার জন্যই গড়ে উঠে পাহাড় ভালোবাসার ।
তুমি এলেই
তুমি এলেই
গতি পায় চরন
মানিনা কোনো বারন
ভুলে যাই মরণ
প্রেম করি ধারন
আলোকিত হয় জীবন ।
তুমি এলেই
থাকিনা আর অন্ধ
বুঝিনা কিসে মন্দ
দূর হয় দন্দ
কষ্ট যন্ত্রণা বন্ধ
পাই ভালোবাসার ছন্দ ।
সুন্দর পাখিটা
পারেনা নিজে উড়তে
আছে ডানা
বুতাম টিপলেই উড়বে
নেই মানা ।
ছোট বড়ো দেহ
আছে আখিঁ
মানুষ লাগেজ গিলছে
চেয়ে দেখি ।
হঠাৎ সব নিয়ে
দেয় দৌড়
যায় উড়ে গগনে
সেই সুদূর ।
কিযে আরাম তার
শীতল পেটটা
উড়ে ঘুড়ে বিশ্ব
সুন্দর পাখিটা ।
নর ও নারী
নর বলে নারী
নারী বলে নর
একে অপরে ডাকাডাকি
চলে জীবন ভর
নরের জন্য নারী
হয়ে ছিল সৃষ্টি
নারীর জন্যই নরের
পরে থাকে দৃষ্টি
নর ছাড়া নারী
নারী ছাড়া নর
দুই-ই একই বৃন্তে
কেহ নয় পর ।
শামীম পারভেজ
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন