পৃথা রায় চৌধুরী











মাদল বাজে



এ লক্ষ্মীমণি.........
যাবি বটে আমার সাথে বামুন পাড়ার মাঠ
মেলা ঘুইরব তুর সাথে, লিয়ে হাতে হাত
লাজ কেনে রে, কখুনো দেখিস লাই নাকি
ঘুরে কেমুন বাবুগুলান, এসি শহর থেক্যি

এ লক্ষ্মীমণি.........
আঘন মাসে কইরব বিহা, কথা দিছি তুকে
বাপ বইলেছে কথা বইলবেক তুর বাপের সাথে
তা বাদে আইসবি আমার ঘরকে আলো কইর‍্যে
ভাইবছি কেমুন সন্দর লাইগবি মেইট্যে সিন্দুর পইর‍্যে

এ লক্ষ্মীমণি.........
মুইন্যে আছে তুর আমাদের ছিলাবেলার কথা
ছিট ফরকে ছুইট্যে যেতিস ইস্কুল চৌমাথা
আমার সাথে কাঁচা আমটো খেইতিস ভাগ কইর‍্যে
হঠাৎ কেমুন পইরতে লাগালি, কাপড় ডুইর‍্যে-ডুইর‍্যে

এ লক্ষ্মীমণি.........
সেই থেকি তো লাল শাড়ীতে আমার মইন্যে তুই
জমি চষা রইলো পইড়্যে, পাশটো ফিরে শুই
ইবার ফাগে রাঙ্গাবই, তুকে লাল রঙে
পলাশ মালা হইয়ে আমি থাইকব তুরই সঙ্গে

শুইনছিস,
এ লক্ষ্মীমণি!



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ