![]() |
| পরিচিতি |
ব্যালেরিনা
স্বপ্নের সিঁড়ি বেয়ে মেঘের মিণার,
কাঁচ-কাঁচ ভিজে মেঝে...
দু-পাক ঘুরে নিলাম
পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে।
নিজেকে বেশ ব্যালেরিনা মনে হচ্ছে।
মেঘের জাফরির ফাঁক দিয়ে
ভেজা ভেজা রোদের চৌখুপী
নরম আলো ফেলছে রিভলভিং স্টেজে । পিয়ানো বাজছে না জলতরঙ্গ?
প্রশংসা আর করতালি মন ভোলালেই।
কাঁচের মেঝেতে চিড় ধরে...
ব্যালেরিনার কি আলতা পরে ?
ক্ষত-বিক্ষত মন গোটা স্টেজ জুড়ে।
ড্রপসিনটা ফেলে দাও।
বড় ক্লান্ত লাগছে আমার।
এত বড় বড় অভিনেতাদের পাশে
আমাকে মানায় না।
সোনালী ব্যানার্জী
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন