সোনালী ব্যানার্জী

পরিচিতি  







 ব্যালেরিনা



স্বপ্নের সিঁড়ি বেয়ে মেঘের মিণার, 
কাঁচ-কাঁচ ভিজে মেঝে... 
দু-পাক ঘুরে নিলাম 
পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে।
 নিজেকে বেশ ব্যালেরিনা মনে হচ্ছে।
মেঘের জাফরির ফাঁক দিয়ে 
ভেজা ভেজা রোদের চৌখুপী 
নরম আলো ফেলছে রিভলভিং স্টেজে । পিয়ানো বাজছে না জলতরঙ্গ?
প্রশংসা আর করতালি মন ভোলালেই।
কাঁচের মেঝেতে চিড় ধরে...
ব্যালেরিনার কি আলতা পরে ?
ক্ষত-বিক্ষত মন গোটা স্টেজ জুড়ে। 
ড্রপসিনটা ফেলে দাও।
বড় ক্লান্ত লাগছে আমার। 
এত বড় বড় অভিনেতাদের পাশে
আমাকে মানায় না।


সোনালী ব্যানার্জী সোনালী ব্যানার্জী Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.