![]() |
| পরিচিতি |
আড়িপাতা
কোনো অনুসঙ্গ ছাড়াই হয় এমন..
সিঁড়ি দিয়ে নেমে যায় আড়িপাতা সময়,
গুটিসুটি কোনে আবছা বিকেল-
আলো জ্বলে আর নেভে
আরও কী বলছে ওরা?
পুড়ে যাচ্ছি অস্পষ্ট কথায়
গল্পের মতো কোনো ঘটনাই হয়নি-
আঁচলে তবু ভর্তি চোরকাঁটা
টুকরো টুকরো ছড়াচ্ছে বৃহত্তর ক্ষন,
যন্ত্র ও জীবিত..
চিনচিনে বেজন্মা মন অস্ফুটে বলে-
কোনো পাপ করিনি তো?
মৌমিতা চন্দ্র
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন