অনু ঘোষ

পরিচিতি  






"হৈমন্তী"


বিলম্বিত শরৎ সাজে হেমন্তেরই পরশে। উদাসীনতার সুর ভাসে কার্তিকের ঘ্রাণে।
ভাঙা ভাঙা কুয়াশা কণায় ফসল ফলাবার নি:সঙ্গ সাধনায়। 
মমতাময়ীর অাঁচল পাতা দিগঙ্গনার অাঙিনায়। এ কেমন রুক্ষতা? 

হিমেল বাতাসে সুদূর ব্যাপ্ত বৈরাগ্যর বিষন্নতা। 
সৌন্দর্যে নেই রুপসজ্জা,
নেই জৌলুসের প্রাচুর্য, 
নেই ফুলের বাহার, 
নেই বর্ণের ঐশ্বর্য, 
অাছে দিক দিগন্ত জুড়ে অামন সোনা'র খিল খিল হাস্য।

ভোরের রোদ উঁকি দেয় নবান্নের ধানে,
তাই দেখে সবুজ চাদর গায়ে ধানের শীষ গাল টিপে টিপে হাসে।
এ যে হেমন্ত লক্ষ্মী, নিজের দানের অাড়ালে রয় 
অাসন পেতে  নিজেকেই রাখে লুকায়ে মমতাময়ী এক নারী।

যখন,
ঘাসের ডগায় জমে ওঠে শিশির বিন্দু,
কৃষানী মেতে ওঠে নবান্নের উৎসবে , তখন বিদায় নেয়
প্রৌঢ় জননী 
হৈমন্তী 
নি:শব্দ চরণে।।


অনু ঘোষ অনু  ঘোষ Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.