![]() |
| ~ কবি পরিচিত ~ |
দূরে থেকেও
দূরে থেকেও
নয়নের কর্নিয়ায় জুম করে দেখেছি
নয়ন ক্যামেরায় করেছি বন্দি তোমার রূপ
তোমার অজান্তেই
আমার কি দোষ ! নয়ন যে তোমারে চায় ।
দূরে থেকেও
প্রসারিত করে রেখেছি দুই হাত
অদৃশ্যে রেখেছি ধরে দৃঢ় ভাবে
তোমার বিনা অনুমতিতেই
আমার কি দোষ ! এই হাত তোমাকে চায় ।
দূরে থেকেও
হৃদয়ের এক বিশাল আঙ্গিনায় রেখেছি
ভালোবাসার প্রাচীরে রেখেছি মুড়িয়ে তোমার হৃদয়
তোমার অজ্ঞাতেই
আমার কি দোষ ! হৃদয় যে তোমারে চায় ।
শামীম পারভেজ
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন