সমরজিত সিনহা

~ কবি পরিচিতি ~ 




ফেরা 

ফিরে যাওয়ার কথা ভাবি,
ফিরে আসার কথা ভাবি,
মাঝখানে সাঁকো
মাঝখানে উড়ন্ত রুমাল //
বিদায় ঘনিয়ে এলো তবে ?
উন্মুখ চিতার জল, কাকে
খুঁজে ফেরে এই খরদিনে
কাকে ডাকে রোজ নিশিরাতে //
ফিরে যাওয়ার কথা ভাবি,
বলো তবে কোথায় সে ফিরে যাওয়া ?






সমরজিত সিনহা সমরজিত সিনহা Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.