দেবব্রত ঘোষ


বাঁচার ইচ্ছে, মরার চেষ্টা




আপনি জানেন আমার কিন্তু বাঁচার ভীষন ইচ্ছে আছে
আপনি জানেন মৃত্যু এসে হাত রেখেছে হাতের কাছে

আপনি জানেন গহন বুকে আমার যে সব স্বপ্ন ছিল
আপনি জানেন আহাম্মকের নিজের ভুলেই সব ফুরল

আপনি জানেন সমাজ কেন পিছুন থেকে মুচকি হাসে
আপনি জানেন তবুও জীবন স্রোতের বৈপরিতে ভাসে

আপনি জানেন কাটা বুকের হাড়ে হাড়ে প্রবিষ্ট তার
আপনি জানেন সে তার হতে যে সুর ওঠে বিষণ্ণতার

আপনি জানেন একটি পাগল ভিক্ষে করেও সিগ্রেট খাই
আপনি জানেন মরব জেনেও চাইছি হতে শিশুর পিতা-ই

আপনি জানেন কিসের ক্ষভে  সবার থেকে ছিন্ন থাকি
ছিন্ন হওয়া পূর্ণ হলে মৃত্যু তখন দেই না ফাঁকি !


দেবব্রত ঘোষ দেবব্রত ঘোষ Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.