![]() |
| ~ কবি পরিচিতি ~ |
ডাক
এক চিলতে বসতভিটে, তার উপর তোমার আনাগোনা। পদভারে কেঁপে ওঠে ধূসর পলিমাটি। তুমি রোজ কলসী কাঁখে জল নিতে আসো পুরোনো পদ্মপুকুরে। সাথে আদুরে পাখি ছোট্ট ময়না। গান গায় ডাকে, কখনো কখনো বলে শুভসকাল শুভসন্ধ্যা। আমার তো খাঁচায় দূরন্ত টিয়ে থেকে থেকে বোল তুলে, ডানা ঝাপটায় ঘুরে ঘুরে। তোমার লাজুক ময়নাটি ভয়ে দিতে চায় উড়াল! কেঁপে ওঠে ভিটেমাটি। আর চুপিচুপি মমতাময়ী সুরে বলে ওঠো, আই লাভ ইউ! আমি বিস্ময়ে হঠাৎ নিজেকে যাই ভুলে । খাঁচায় পোষা টিয়ে পাখিটি ডেকে ডেকে বলে সেম টু ইউ ...
মাহমুদ নজির
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন