মৃন্ময় ঘোষ

~ কবি পরিচিতি ~ 





সাথী 



তখন থেকেই অঝোর ধারায়
চড়াই দুটো গল্প করছে।
ছোট্ট ডানা নয় জোরালো,
তবুও কেমন স্বপ্নরাজ্যে,
ঘুরছে এবং বাঁধছে বাসা
খড়কুটোরই।
ঝড় এলে কি টিকবে সে ঘর ?
থাক সে কথা। অদরকারী।




মৃন্ময় ঘোষ মৃন্ময় ঘোষ Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.