অলক বিশ্বাস

~ কবি পরিচিতি ~





প্রবালদ্বীপ
কথারা ওলোট পালোট হয়ে গেলে
ভাগফল উল্টে যায় দ্রুত
কথা না বলা এই যে পংক্তিমালা দ্রুত ছুটে এলে তীরের মতন
অংক জটিল হয় সংখ্যার ভুলে।

এই সব লসাগু গসাগু গণিতের পথ
বেমানান খরতাপে পুড়ে গেলে মাঠ
ছাই সে জ্যামিতির মাপ বোঝে না
উপপাদ্যে কি হবে এঁকে যুক্তির রথ ?

সীমানা ভাঙছে বলে এখানে প্রবল স্রোত
পরিধিও ধীরে ধীরে ভেঙে দিচ্ছে জল
মৃত্তিকাকণা, অমৃত কথা হয়ে যাচ্ছো কোথায়
দেখোনি প্রবালদ্বীপ, সমুদ্রপোত !





অলক বিশ্বাস অলক বিশ্বাস Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.