![]() |
| ~ কবি পরিচিতি ~ |
শরত এসেছে
শরত এসেছে পরতে পরতে খুলে গেছে রূপমাধুরী
প্রকৃতির মাঝে এই ক্যানভাসে পাই ছোঁয়া সেই জাদুর ই।
আকাশ টা নীল রোদ ঝিলমিল চিল উড়ে চলে শান্ত
যেদিকে তাকাই শ্যামলিমা তাই সবুজ সুদূর প্রান্ত ।
কাশফুলে রব প্রাণের পরব প্রজাপতি ওড়ে অস্থির
পুজোর আমেজে দুখ মুছে গেছে গ্রাম বা শহর বস্তির।
কিসের গন্ধে কোন আনন্দে উত্তাল বায়ু আজ যে
শরত এসেছে শিশুরা মেতেছে সব পেয়েছির রাজ্যে ।
বিপ্লব গঙ্গোপাধ্যায়
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন