![]() |
| ~ কবি পরিচিতি ~ |
সেই সব ঘর গুলো
নীরবতা যেখানে মুখরিত করে স্মৃতি,
সেই খানে মনে পড়ে-
কতো আড্ডা, গান আর কলরব।
সেই সব স্মৃতি বুকে নিয়ে
অন্ধকারে জেগে থাকে-
সেই সব ঘর গুলো।
মেঝেতে, ফরাশে জমে
বহু বছরের ধুলো-
আর কারো পদধূলি পড়ে না।
মাঝে মাঝে তবু যাই ওখানে-
কিছুক্ষণ নীরব নিস্তব্ধ-
এরপর ধীরে ধীরে কানে আসে
সেই সব ডাক গুলো।
অতীতের মায়াময় চিৎকার।
জীবনের এই গীতিনাট্য
ভেসে উঠে মিশে যায়,
বর্তমানের জোয়ারে।
তবু বোঝা যায়-
সময় ওখানে পড়েছে ধরা,
যেন একফালি সময় থেমে আছে-
হাসি রাগ কান্নায় হয়ে সিক্ত।
অন্ধকারের মাঝে-
আলো মেখে জেগে থাকে
সেই সব ঘর গুলো।।
কুন্তল কুণ্ডু
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন