অপরান্হ সুসমিতো

~ কবি পরিচিতি ~ 





শিরোনামহীন 






অজস্র বৃষ্টিতে ভিজে গেলে কুমকুম জমিন, সে শুরু করে লৌকিক চাষের সংসার
আলো যদি ফিরে আসে প্রবল মৌন মুহূর্তে, আমি মুখে মুখে জানাই আনন্দ সংহার

ইন্দ্রপ্রস্থে যখন দেখা হলো, কাননে কুসুম কলি,পুরাবৃত্ত আমাদের অঙ্গার নহর
ঈর্ষা নেই আমাদের,আছে তুমুল ইরাবতী আর ইন্দ্রসভা, সৌরভ শহর

উচ্চারণ করি দুজনে নান্দীপাঠ, এসো রেখে যাই উদয়ন প্রণয় জোয়ার
ঊর্মি স্নানে শুদ্ধ করি রাজ্যপাট ,তবু তুমি উমা একচিত্ত ঘোড়সওয়ার

ঋত্বিক মানো,ঋজু দিনক্ষণ এই, নামুক মনোজ একতিল ক্রমাগত টুপুর
একাধার বাঁচি দুজন একরঙা দোঁহে, তোপধ্বনি যেন তোমার নুপূর

ঐশ্বর্য, তুমি পারো মণিকার তুমি সেই কাল  এই কাল বারান্তর
ওষ্ঠপুট আজ মন্ত্রমুগ্ধ ,আমরা যেন কবেকার প্রথিত বেপরোয়া সহচর
ঔড়ব বাজুক আজ সারাক্ষণ বা বিভাস পূরবী,  আমি তোমার সিতকর







অপরান্হ সুসমিতো অপরান্হ সুসমিতো Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.