সিদ্ধার্থ শর্মা

~ কবি পরিচিতি ~ 





প্রিয়া 


আমার প্রিয়া কাজ করে খোলা মাঠে
শক্ত পাথর ভেঙ্গে, সে পথ কাটে;
আমার প্রিয়া বীজ বোনে ধানক্ষেতে
কাদা মাখা নরম সোহাগী হাতে।

আমার প্রিয়া বিনিদ্র রাত জাগে –
তার মানুষের সুস্থতার দোয়া মাগে
বুকে নিয়ে তারে প্রশান্তি সুখ লাগে
গহীন মনে সঞ্চারী রাগ অনুরাগে।

প্রিয়ার মুখে নেই চটকি রৌশন
সে মেনে নেয় আর্থিক অনটন
মাখেনা রুজ, পাউডার, পমেটম
মাথার চুলে জট পাকিয়ে হরদম।

নেই অভাব, নেই অভিযোগ দুঃখ
সোনালী ভোরের উজ্জ্বলতার সুখ
উথাল পাথাল সুধাভরা দিঘী বুক
থাকে সাথে, সে যতই ঝঞ্ঝা আসুক।

 মহুল নশিলী আদর চাওয়া তনুমন
 মুহূর্তটাই অজান্তেই বর্ধিত অনুক্ষণ
বিলিয়ে প্রানভরে সুখসোহাগী যতন
 জ্বলে দীয়া, কাঁপে হিয়া শান্ত তপোবন।

তার চোখের কাজল টানা মায়ায়
বাস করি একান্ত প্রেমের ছায়ায়
জীবন নদীর ভাসমান এক খেয়ায়
'সে আমার' 'আমি তার' - দীনদয়ালের দয়ায়।



সিদ্ধার্থ শর্মা সিদ্ধার্থ শর্মা Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.