সত্যময় উজ্জ্বল

~ কবি পরিচিতি ~ 





"রিপু"
চারিদিকে শুধু রিপু
জীবনের মধ্যাহ্নেই
পাদ প্রদীপ জ্বলে নিভু নিভু।
মধ্যাহ্নেই যেন
নেমে এসেছে অপরাহ্ন।
শিশুকাল গেল বড়ই আদরেতে
কৈশর গেল লাফাতে লাফাতে
যৌবন গেল রং ও রসের উৎপাতে।
বার্ধক্য আজ করেছে ভর
পীড়া দিচ্ছে নিরন্তর।
হয়নি করা কোন কর্ম
যা ছিল জীবনের ধর্ম।


সত্যময় উজ্জ্বল সত্যময় উজ্জ্বল Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.