আগন্তুক






সজোরে 



মধু বাতা ঋতায়তে,
বিশ্বশান্তির চুক্তিপত্রের খসড়াটা তৈরি করে ফেলা গেলো,
কিছু চামড়া জুড়ে টাটকা রক্তে দোয়াত ভরে...
ধানগুলো তুলে রাখ! বৃষ্টি আসছে...
ওপাড়ার ফুলমনির গায়ে একজোড়া চুড়ির লোভে আগুন দিয়েছে শ্বশুরবাড়ি!
পরমাণু চুক্তিটাও বোধহয় দাখিল করা যাবে খসড়ায়,
মানুষের মঙ্গলার্থে...
হ্যাঁরে, হাঁড়িতে চাল আছে তো?
প্রেসিডেন্সীকে বিশ্ববিদ্যালয় করার আন্দোলনটা এবার শুরু করা দরকার;
ও হ্যাঁ, তিন মাস মাইনে বাকি পড়ায় মেয়ের নাম কাটিয়ে দিয়েছে ইস্কুল...
বৃহত্তর স্বার্থ দেখতে শেখো!
ওটা দেখতে গিয়েই তো আজ গায়ের চামড়া বেচে খোরাকি আনলাম,
বৃহত্তর স্বার্থের দায়ে।


- কলকাতা - 


আগন্তুক আগন্তুক Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.