
কবি পরিচিতি
পথ এবং পথের কবিতা
কতটা পথ হেঁটে এলাম
কতটা পথ হাঁটছি,
কতটা পথ হাঁটতে হবে
হাঁটতে হাঁটতে ভাবছি।
পথের ধুলো,ধুলোর পথে
ধুলোয় ছবি রাখবো,
আঁকি বুকির জীবন রেখায়
অন্য জীবন আঁকবো ।
অন্য জীবন,অন্য রকম
অন্য অনেক কথায়,
নতুন করে আসতে হবে
মনের নীরবতায় ।
আসতে হবে যাব বলেই
হৃদয় জুড়ে থাকতেই,
অপবাদের দু-এক কলম
তোমার পায়ে'ই রাখতে।
সুখেন্দু নস্কর
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন