রত্না ঘোষ



কবি পরিচিতি


স্বাধীনতা





বছর দশ কি বারো হবে
রুক্ষ- শুষ্ক , পড়নে রঙ চটা পুরানো জামা ।
হাতে প্লাস্টিক কাগজের ত্রিরঙা পতাকা
সিগন্যালে সারি-সারি গাড়ি, এক জানলা_
থেকে আর এক জানলায় ঘুরে বেড়ায় ছেলেটি
দশ টাকায় ফিরি করে স্বাধীনতা ।

পাশে লাল রাস্তা জুড়ে
চলছে স্বাধীনতা পালনের ডেমো ।

- ডোমজুড় - 
রত্না ঘোষ রত্না ঘোষ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.