ফিলিস্থিনের গাজাতে চাঁদ হাসেনি ঈদ আসেনি ফিলিস্থিনের গাজাতে ডাকছে তারা পায়নি সাড়া কেউ আসেনি বাঁচাতে। শিশু-নারী ধ্বংস বাড়ি হচ্ছে বোমার আঘাতে ডাকছে তারা নাইযে সাড়া কেউ পারেনা জাগাতে। বিশ্ব বিবেক হীন বিবেক নাইতো মনুষত্ব জাতিসংঘ শর্ত ভঙ্গ ধ্বংসে তারা মত্ত্ব।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন