
কবি পরিচিতি
আজ তোকে
তোকে আজ একটুও মিস করছি না।
সকালের সূর্যটাও আজ কেমন ছাইমুখো ছিল।
বাদ দে
ওসব কিছু না। একটু পেট গড়বড় করছে ওর।
নইলে অন্যদিন তো...
আজ তোকে মনেই পড়ে নি।
ওরা সবাই যখন জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে ব্যস্ত
আমি তখন ঘাড় ঘুরিয়ে পাঁচমুড়ো পাহাড়ে কি যেন খুঁজছি।
ওটা নাম না জানা কোন পাখিই হবে।
শেয়াল বা হায়না হবে কি?
সেদিন টিভিতে নিউজে বলল
কোন এক উগ্রপন্থী নাকি জেল ভেঙে
পালিয়ে লুকিয়ে...
সে-ই নয় তো?
এটা কিংবা ওটা কিংবা সে
তবে আর যাকেই খুঁজি না কেন-
তোকে?
কক্ষনো না।
কভি নেহি... সোনা।
- কলকাতা -
জয়া চৌধুরী
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন