সাঈদা মিমি



কবি পরিচিতি


স্বপ্ন

সেই পাহাড়ে বারোমাস কুয়াশার প্রেতিনী
ঘুরতো, পাহাড়টা নাম মনে নেই,
ধরে নেই নীলমেঘচুঁড়া...

আমাদের একটা ঘর ছিলো, মাটি
আর পাথরের... বারোমাসি লতাগুলি
জানালা গ'লে চলে আসতো

শুকনো ঘাসের বিছানায় কিছু সূর্যদান
আর মৌসুমি বাতাস নিয়ে, সন্ধ্যে
হলে আমরা চকমকি ঠুঁকে আগুন
জ্বালাতাম আর ছাইরঙ চাদরের
নীচে দু'জন একটা নিঃশ্বাস হয়ে যেতে যেতে
পান করতাম সাঁওতালি দো’চোয়ানী

স্বপ্নটাকে বাঁচতে দাও….
বলতে না বলতেই আবার আমাদের
দেখা হয়ে যায় সেপ্টেম্বরের দিনে!

- ঢাকা - 


সাঈদা মিমি সাঈদা মিমি Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.