মোহাম্মদ আন্ওয়ারুল কবীর






ভূমিও জুড়োয় 



অগ্নিতে কতোটুকু পোড়ে নদী!
ঘৃতাহুতি দিয়ে চলে বিচলিত মন।

গাভীর মনে বাৎসল্য -
বাছুর চেটেপুটে খায় ;
বাৎসল্য তফাতে রেখেই অন্য প্রেম।

বাঁকে বাঁকে গচ্ছিত দহন শিখা
খুঁজে ফিরে ঝাঁ লাঙ্গল ফলা
ভূমিও জুড়োয় একদিন।




মাটিতে মিশে যাওয়ার আগে


সময়ভূক পাখি খেয়ে চলছে সবুজ
নির্বাক চোখ জাল ফেলে দ্যাখে -

 ক্ষতি কি !

 মহাকালের অণুবিন্দুও নেই করতলে
খেয়ে যাক বেবাক -

আনন্দহাসির মশলাটুকু আমার
মাটিতে মিশে যাওয়ার আগে শুকে যাবো ।

- ঢাকা - 

মোহাম্মদ আন্ওয়ারুল কবীর মোহাম্মদ আন্ওয়ারুল কবীর Reviewed by Pd on জুলাই ১১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.