দোলনচাঁপা ধর






নাস্তিক




আমি নাস্তিক!
ভগবান আমার কথা শোনেন না,তাঁর কিছু
পেটোয়া তাঁবেদার লোক আছে যারা সর্বদা
গুণকীর্তন করে তাঁর,সেই ভিড় ঠেলে কে
পৌঁছবে সামনে তেনার?তিনি নাকি
ভালবাসেন ভাল ভাল সবকিছু,আমাদের
মত মন্দ জন যারা,আমাদের মত নিচু
সময় নেই ওনার তুলে ধরবার তাদের
বুকের কাছে,তাঁর কত কাজ আছে।

নিয়েছেন ভুবনের ভার,সাধ্য কি আমার
এই ক্ষুদ্র মন নিয়ে তাঁর কাছে যাই।
মনের ব্যায়াম করছি তাই,যদি বাড়ে।
যদি তাঁর ভালবাসা আসে আমার উপরে।
কিন্তু ভুল আসবে না,দেখলাম তো এতদিন
শুধু কল্পনা।ভগবান আমার কথা শোনেন
না,তাই আমি নাস্তিক,তাঁর সাথে একটা
সম্পর্ক তো রাখতে হবে,না হয় এভাবে।


- কলকাতা - 
দোলনচাঁপা ধর দোলনচাঁপা ধর Reviewed by Pd on জুলাই ১১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.