শামীম পারভেজ







সবার সাথে করবে প্রেম




বিশাল এক গনন আছে
নীল রঙ আকঁবেই
রবি মামা হেসে হেসে
উজ্জ্বল আলো ছড়াবেই
সাদা কালো মেঘ ভাসে
বৃষ্টি তো ঝরাবেই
গগনের অদৃশ্য মুক্ত হাওয়ায়
পাখিরা সব উড়বেই
রূপে ভরা খাঁটি দেহ
সবুজ শাড়ি পড়বেই
সোনা ভরা পলি মাটি
ফসল তো ফলাবেই
বুক চিরে নদী জলে
নৌকা তো ভাসবেই
জল মাঝে সব মাছ
সাঁতার তো কাটবেই
ছোট বড় বৃক্ষ সব
ফলেতে তো ভরবেই
গাছের ডালে বসে পাখি
মিষ্টি সুর তুলবেই
বাগে বাগে মৃদু হাওয়ায়
ফুলগুলো সব দুলবেই
রঙ্গীন ফুলে প্রজাপতি সব
এসে বসে নাচবেই
অযত্নে পড়ে থাকা ঘাসফুল
মিষ্টি হেসে ফুটবেই
ঘাসের উপর শিশির কনা
চরণ শীতল করবেই
সব কিছু অবাক হয়ে
নয়ন দু'টো দেখবেই
সবার সাথে করবে প্রেম
ভালোবাসাতে সে জড়াবেই ।

- ঢাকা - 
শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on জুলাই ১১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.