
সাদা কাফন
শুধুই নয় কেবল প্রাণ হীন শরীর
নয় কেবল আত্মার শান্তি কামনা,
ঢেকে দেওয়া এক মানবিক থেকে
জড় শরীর শান্ত মনা।
এ তো সামাজিক রীতি
দশ মত এক পুণ্য কাজ তখন,
ব্যাধি বিধি মায়া
সব ঢেকে দেওয়া সাদা কাফন।
আরও আছে অদৃশ্য কাফন
বাহু বল, দুর্বলের প্রতি সবল,
অধিকার বলে মানসিক নির্যাতন
প্রশাসনিক চাপিয়ে দেওয়া ক্ষমতার বল।
অদৃশ্য কাফনে ঢেকে থাকে
ব্যর্থ প্রেমিক বা প্রেমিকার মন,
চাওয়া'র না পাওয়া,আশা'র নিরাশা
দুঃখ অভিমান ঢেকে রাখে অদৃশ্য সাদা কাফন ।
( জলপাইগুড়ি)
সঞ্জয় সোম
Reviewed by Pd
on
জুন ১৪, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
জুন ১৪, ২০১৪
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন