
অপেক্ষা
যেকোন অপেক্ষা অপরূপ হতে পারে, সময়ের ভেতরে যতটুকু প্রবেশ
ততগুন জড়িদার বিন্যাস গুনগুন মেঘপালকের। চোখের
ইতিউতি তে লাজুক ঝুমকোলতা দোলে ---- আমিই
অপেক্ষা করি ড্রয়িং স্যারের জন্যে। কারণ তার আঁকার থেকেও
নির্লিপ্ত বর্নহীন দিকটি আকর্ষণ করেছে। আকর্ষণের কথায় মনে হয়
বিজ্ঞান বিষয়ক ব্যঞ্জনা সাহিত্যে লুটপাট হয়ে যাচ্ছে আর
আমি স্যারের দিক থেকে ফিরে আসতে হবে জেনেও চুড়ান্ত
ভাবে বিকর্ষণ মুছে চলি।
ফিরে আসার কথায় কি কোন জাদু নির্দেশনা কাজ করে?
আমি এসব বুঝতে চাইছিনা --- কেবল নিখুঁত বিষাদীআকাশ
আলগোছে জড়িয়ে রাখে করতল উষ্ণতায়।
দরজার বাইরে পরে থাকে অন্যমনস্কতা আর পুরুষালী ঘ্রাণের
আহ্লাদ, খাতার পাতায় কাটাকুটির রক্ত নিচু
স্বরে বলে বুকে কাঁকণমালা নক্ষত্র রাখো আর নক্ষত্র হয়ে উঠুক অমল
দর্পণ। মুক্তোদানা বৃষ্টি নামার আগে ওতে দ্যাখো, --
অপেক্ষা বেদনা বিধুর নয়।
- কলকাতা -
মামনি দত্ত
Reviewed by Pd
on
জুন ১৪, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
জুন ১৪, ২০১৪
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন