
কি এত খোঁজ সত্যব্রত
সত্যব্রত কি এত খোঁজ তুমি
প্রথাসিদ্ধ রীতিতে?
আবেগের নিক্তিটা পরখ করছো বুঝি
সতর্ক দৃষ্টিতে?
হারিয়ে যাওয়া সময়টা যেন চোখ
এড়িয়ে না যায়।
একসময় এখানে ঘাসফুল ছুঁয়ে ছিল
চতুরঙ্গ মোহ আর শূন্যতায় বাঁধা ছিল
আমাদের মুলতুবি কথা!
এখন সেখানে অট্টালিকার দীর্ঘ ছায়া
সময়ের আর্শিতে ধুলোর প্রলেপ
মার্জিত প্রৌঢ়ত্ব!
কেবল ভর দুপুরে কালের ধ্রুবক
এই বট-বৃক্ষের শাখায়
পলায়নপর কাঠবিড়ালীর চোখে
সেঁটে থাকে আমাদের বিচলিত সময়েরা।
- ঢাকা -
ফারহানা খানম
Reviewed by Pd
on
জুন ১৪, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
জুন ১৪, ২০১৪
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন