হৃদয়ের ফুলদানীতে দেখবো তোমায় প্রাণটি ভরে পলকহীন নয়নেতে রোদ্র তাপে ছায়া দিবো ভালোবাসার চাদরেতে । ঠান্ডা শীতল ছোঁয়া দিবো প্রেমেরই হাওয়াতে সুখের পায়রা এনে দিবো থাকবে শান্তিতে । রাখবো তোমায় আঁকড়ে ধরে মায়ারই বন্ধণেতে রাখবো সাজিয়ে যত্ন করে হৃদয়ের ফুলদানীতে । - ঢাকা -
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন