পৃথা রায় চৌধুরী





হু-বহু কাল 



ওড়নাফাঁস কোমরে তেঁতুলশিশু
চুরি, নুন দাও না মাসি, ও মাসি;
আয় এখানেই বসি, পাশাপাশি,
এই বসালাম নিকোনো দাওয়ায়,
দারুণ টকে,
তোকে ভালোবাসি বন্ধ চোখেই।
কুয়াশা ভোরে হুহু সাইকেলে
লাল মাটির চাদর কোণায়
এক দঙ্গল তুমিআমি আমিতুমি,
মেটে আঁতুড় খেজুর রসে
হৈচৈ হৈচৈ,
ভালোবাসি শুধু তোকেই।
টুপটাপটুপ শিশির ভিজে
পাঁচটা বছর পায়চারিতে,
ঝাপসা হয়েও স্পষ্ট থাকিস
ভুবনডাঙ্গার মাঠ পেরিয়ে
কোপাই ধারে,
উল্টোপাল্টা ভালোবাসিস।

- কলকাতা - 
পৃথা রায় চৌধুরী পৃথা রায় চৌধুরী Reviewed by Pd on জুন ১৪, ২০১৪ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.