ধর, যদি
ধর , যদি এরপর নাই দেখা হলো মনচাওয়া
ধর , যদি মুখোমুখি তুমি আমি ক্যাসুয়াল ভিড়ে
ধর , শুধু থেমে আছি কুলকাল মুক সম্মোহিত
ধর , সব সঙ্কোচ স্বেচ্ছা ভয়জাত , সামাজিক
আমি তবে লিখে রাখি নাবালক নির্দোষ প্রেম
আমি তবে টুকে যাই অপাঠ্য সঙ্গিন পান্ডুলিপি
আমি তবে হাঁটা ধরি উদ্ধত আসঙ্গ সরাসরি
আমি তবে মরে যাই চুমু খাই তুমি হেমলকে ...
রায়গঞ্জ / উত্তর দিনাজপুর
শর্মিষ্ঠা ঘোষ
Reviewed by Pd
on
জুন ১৪, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
জুন ১৪, ২০১৪
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন