অনন্যা ব্যানার্জী






নির্ণয়




আকাশ কে ছুঁতে চেয়েছি, তাই বেছে নিলাম অনিবার্য পাখিজন্ম। ডানার নরম পালকের সুখ বিলিয়ে দেব মথিত নীলে -এতেই বোধ হয় হাতে আসবে সুখের সংজ্ঞা। 
ভালোবাসতে চেয়েছি বৃষ্টি ভেজা নরম মাটিকে । সোঁদা ঘ্রাণ হয়ে ছড়িয়ে দিলাম মাতাল সুবাস কাঠিন্যের গভীরের নরমে হাতে আসে সুখ। আনন্দ তবে কি একেই বলে ? 

রাতের অন্ধকারের সাথী হবার প্রবল বাসনা জোনাকী হয়ে , অন্ধকারের মিটিমিটি আলোয় দুর থেকে হাসে আধ ফালি চাঁদ - নেশা লাগে রুপোলী নেশায় তবু ক্ষরিত হতে থাকে আড্রিনালিন ? সুখ পাবার চরম আকাঙ্খায় ঝিকিমিকি তারার অণুকরণ …

 তবে শেষ পর্যন্ত প্রশ্ন টা ভীষণ রকমের সাবলীল 
সম্পর্ক টা শুধুই জৈবিক নাকি ভিন্নতায় প্লেটোনিক -- সম্পর্ক টা শুধুই জৈবিক 
নাকি ভিন্নতায় প্লেটোনিক --

কলকাতা ।
 
অনন্যা ব্যানার্জী অনন্যা ব্যানার্জী Reviewed by Pd on মে ০৯, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.