পৃথা রায় চৌধুরী






অ - প্রয়োজন 



শততম আশ্চর্যদের মিছিল চলেছে...
ঠিক, সবাই শততম
প্রথম থেকে নিরানব্বই কখন জানি রেকর্ডের বইয়ে।
চাঁদের কলঙ্কদাগ ইদানিং টি আর পি ধাওয়া করে
পূর্ণগ্রাসে হতাশ নিউজ বুলেটিন
হাই হিল ছুটেছে কস্‌মেটিক কাটাকুটির
তিল বা আঁচড়ের দিকে।

ওস্তাদ, ওস্তাদ, হাত ধরে বৈতরণী পার করাও কাকে
পারানির বৈঠা সে হাতে,
ঠাহর ছিলো নৌকা গর্ভে, পাগল হলে ভবঘুরে
বিষুবরেখাতেও জবানবন্দী, কাজ শেষ হয়নি।
হঠাৎ বোঝা যায়, কেতকীতেও থাকে ছুরির গন্ধ
প্লেটো একাকী শরীর সন্ধানে;
ব্যাল্যান্স না থাকার অজুহাতে
তাকে জানানো হয় না বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।

কলকাতা ।

পৃথা রায় চৌধুরী পৃথা রায় চৌধুরী Reviewed by Pd on মে ০৯, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.