
এ নয় ক্ষনস্থায়ী
এভাবেই রোজকার বেঁচে থাকা
... সূর্য ধর্ম একহাতে রেখে মহান রাজপথ
ছুটে যায়
ছুটে যায়, পরে থাকে বিতরণ ধ্বনি।
কুড়িয়ে নিয়ে জুবুথুবু প্রাজ্ঞের অভিধান আরও একটু বড় হয়,
এক্কা দোক্কা জীবন পলিথিনে উড়ে বেড়ায়-
ওঠানামা ঈশানী সংকেত জমিয়ে বাক্সবন্দি।
মেট্রো চাকায় তুমুল আস্তরণ সংজ্ঞাহীন ধূ ধূ বুকে।
সভ্যতার অনুচ্ছেদে দিন থেকে রাত্রি অভিবাদন চোখের তারায়,
সেই চিত্রলিপি
...সেই চিরকুট
ছিঁড়ে ছিঁড়ে বিলিয়ে দেওয়া রোজনামচা ধড়কনে,
যাদের উজ্জ্বলতা নক্ষত্রপুঞ্জ ফুটপাত সীমান্তে।
কলকাতা ।
মামনি দত্ত
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ০৫, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ০৫, ২০১৩
Rating:
দুর্দান্ত
উত্তরমুছুন