
নুনের গল্প
শব্দটি এর আগেও শুনেছি অনেক
তার আগে নুনের গল্প, অমৃতনগরে যেন কার হুংকার
গাছের বাকলে লিখে মাটিতে বিদ্রোহ সেও
পলাশীর বাগানে ভেঙে পড়া সূর্যের অর্ধেক
ভূস্বর্গে মাটি চোরেরা এলে
পলিমাটিতে ভাঙন হয় শুরু
পাইন গাছেদের ভয় নেই কোন শীতে
গঙ্গায় বাড়লে জল জেনো বিদ্রোহ আসলে।
তোমারও বেড়েছে বয়স
বনস্পতিতে ছেয়ে গেছে দেশ
একদিন পরাধীন কত কথা গানে গানে
ভুলেছ শৈলবাড়ি !
প্রতিশ্রুতির শিলায় নুড়ির গল্প
প্রতিদিন ভোর ডেকে আনে
বাঁশ বাগানের নিচে তালপাতায় অনাবিল
বাতাসের শব্দে কাঁপে স্বপ্নের স্বপন রেখা
ছেষট্টিবার শুনে সেরে গেছে জ্বর
চেটেপুটে খায় দেশ ‘মিড ডে মিল’ ।
কলকাতা ।
অলক বিশ্বাস
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ০৫, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ০৫, ২০১৩
Rating:
খুব ভালো একটি কবিতা
উত্তরমুছুনভালো লাগলো ।
উত্তরমুছুনkhub valo laglo...sucheta biswas
উত্তরমুছুনবেশ ভালো লাগলো ।
উত্তরমুছুনবেশ ভালো লেখা । অশ্রুকণা মাহাতো ।
উত্তরমুছুনবেশ ভালো লেখা ... অশ্রুকণা ...
উত্তরমুছুনপ্রতিশ্রুতির শিলায় নুড়ির গল্প...,ছেষট্টিবার শুনে সেরে গেছে জ্বর
উত্তরমুছুনচেটেপুটে খায় দেশ ‘মিড ডে মিল’ । besh valo laglo