পথ
ধরুন, পথের দুটি প্রান্ত পেলেন
যে কোন একটি বাছাই করবেন দস্তুর
দুদিকেই নিশ্চিত গন্তব্য
কি আসে যায় যাদের চরৈবেতি মোক্ষ
দিন শেষে যাই দিক না কেন পথ
অভীষ্টে শুরু হয় জীবন যাপন
বীজ বোনা হয় , পাখি ধান খায়
ফুল লতা পাতা এমনকি উঠোনে দূর্বা গজায়
যদি পিছু টান থাকে, যদি কেউ ঘরে ডাকে
পথ তখন একমুখী শুধু
পথ তখন ঘর মুখী শুধু
পথ কেবল প্রিয়হৃদয় মুখী ...
কলকাতা ।
শর্মিষ্ঠা ঘোষ
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ০৫, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ০৫, ২০১৩
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন