সৈয়দ সাইফুর রহমান সাকিব







ক্ষিদে



ক্ষুধা নির্বিকার
অমৃত কামনা করেনি কখনো
টঙ্কারোধ চায় শুধু।
তবে কেন ভরপেট খেলে?
শাস্তিস্বরূপ মৌমাত ঘুম
দেখো নতুন নতুন মনস্তত্ত্ব ঘোর
স্বপ্ন বলে যাকে।
কোথায় নিয়েছো তাকে?
মতের বাজুতে শিল্প, স্বার্থ গড়ো
আঁচড়ে আঁচড়ে।
কেড়ে নিলে কার কার ক্ষিদে?
ক্ষুধা নির্বিকার
অমৃত কামনা করেনি কখনো
চর্চার প্রতিফলন একটাই
শুধু বাঁচিয়ে রাখতে হয় তাকে।

ঢাকা ।


সৈয়দ সাইফুর রহমান সাকিব সৈয়দ সাইফুর রহমান সাকিব Reviewed by Pd on সেপ্টেম্বর ০৫, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.