পৃথা রায় চৌধুরী







আকাশ - ১




আকাশ, তোমার মেঘাচ্ছন্ন গভীরে ডুব দিয়ে
তুলে এনেছি আবেগী আকাশগঙ্গা
শ্বেত প্রবাল লাস্যকুচি মিশে যায়
প্রাচীন প্রজাপতি গন্ধে
হাপুস বৃষ্টি পর্দায় জেগে থাকে
চুপিসাড় সব ঝাউকথা।



আকাশ - ২




মেঘবাগান ঘুরে যখন
তোমার কাছে আসি, আকাশ
নিজেকে দেখি আপাদমস্তক
জলচাদরে মোড়া;
বিমূর্ত আবছায়ায়
মিশে যাই অনর্গল
নিঃশব্দ শোরগোল তোলা
দামাল লাভা স্রোতে।

কলকাতা ।

পৃথা রায় চৌধুরী  পৃথা রায় চৌধুরী Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.