তাসলিমা খানম







নীড় খুঁজে ফেরা 



আজো তোমায় আমি ভাবি
ভাবনায় এসে গেলে তাই ভাবনা,
ভাবনার কি আধুনিকতা আছে?
খা খা দুপুরের বিশ্রামের রেশে
তুমি আসবে আমি চাইতাম ,
তা তুমি আসতে না
তখন অনুভুতিতে কাটতো
ভাংগা কাচে এ বুক ।
বিকেলে খালের পার ধরে
বড় রাস্তায় চলে যেতে ইচ্ছে করতো
না ,সে ইচ্ছেটাও পূরণ করতে না।
এমন কি জানালায় উঁকি দিলে,
চাঁদ মামা যখন ডাকতো
তখনো তুমি হাতটি বাড়িয়ে দিয়ে
মিষ্টি হেসে আলিংগনে জড়াতে না
নিজেকে।
তার পরেও আমি হয়ে রয়েছিলাম
লোক দেখানো লৌকিকতায় ।
তাই সকল রহস্য ভেদ করে ,
ঐ আকাশের কোলে উড়ন্ত পাখি হয়ে
উড়তে লাগলাম ।
একদিন সে উড়াউড়ি বন্ধ হলো
যখন একটি ডানা ভেংগে গেলো ।
তাই মাটির বুকে নীড় রচনায় ,
নীড় হারা আমি,
নীড় খুঁজে চলছি
যে নীড়টি হবে
তুমি হীনা ।

ঢাকা ।


তাসলিমা খানম তাসলিমা খানম Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.