
পাতার বাঁশি
অবগাহণের খেলায় ভেসে
দু’হাতে তোমাকে নাচাই
চাঁদ নও নদীও নও
দু’চোখ আলোয় আলো
লাভা, লোলেগাঁও।
অভিমান বেড়ে গেলে পরে
ভালোবাসা ঢের গুণ বাড়ে
এই সূত্র প্রয়োগে দেখেছি
হৈ চৈ বৃষ্টি নামে দ্রুত
নারী নারী তুমিও বেশ
নিভৃতে ভেজো।
চুমু ভেসে যায় হাজার শিরায়
লক্ষ বিকেল পাহাড়ে নাচে
খাঁজে খাঁজে চোখ বোজো।
শীর্ষচূড়ায় বাজো পাতার বাঁশি
ডুবু ডুবু রোদ্দুরে আমার পাহাড়
ঝরণা লেখে শীত কমলা বাগান
পাইন পাতায় চা বাগান তুমি
কুয়াশা কালিম্পঙ।
কলকাতা ।
অলক বিশ্বাস
Reviewed by Pd
on
জুলাই ৩০, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
জুলাই ৩০, ২০১৩
Rating:

khub valo laglo
উত্তরমুছুনখুব সুন্দর এক কবিতা
উত্তরমুছুন