ফারহানা খানম







সুতীব্র ইচ্ছের রক্তজবা



দুটিচোখে আকাশের নিলাভ সুভ্রতা যেন
গভীর সমুদ্র ...
পারিজাত কন্যে লাবণ্যপ্রভা ।
একবিন্দু শিশির ,
রক্তের সুষমা নিয়ে বেড়ে ওঠে জঠরের
গোপন আঁধারে, বত্রিশ নাড়ী ছিড়ে যেদিন বাইরে এল ,
হেসে উঠলো অপরাজিতা ;
একান্ত আকাঙ্খার পরিপুষ্ট দেবশিশু
শীর্ষসুখে আমূল কেঁপে উঠি আদরে আদরে
শিউড়ে ওঠে ছোট্ট সে পুতুলটিও ।
তোমার চোখেও সেদিন খুশির ঝলক
বিজলী চমক!
বললে ''এ আমার দেবলীনা ''
বলে রাখি ,
আমাদের কোন মেয়ে ছিল না
দেবলীনা আমাদের আরাধ্য মানস-কন্যা ।
নদীর দু' তীরের সেতু বন্ধন
দুটি চেতনায় অন্তর্লিন
সুতীব্র ইচ্ছেই জন্ম নেয়া রক্তজবা !


ঢাকা ।


ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.