শ্রীশুভ্র







"অমলকান্তিফুল!"




ঝুরঝুরে রাশিফলের কোলে,
সূর্য্যাস্তের সাথে দুদণ্ড সুখটান দিতে চেয়ে-
আমলকি বিতানে ঝুলিয়ে
এসেছি নিরালা হৃদয়!
নিরালানীলে জড়িয়ে
রেখেছি উষ্ণ কুসুম!
বিশ্বাসভঙ্গের প্রাক মুহূর্তে!
উজ্জ্বল চুম্বনের ভারতনাট্যমে লাবণ্যপ্রভার কথাকলি, মালকোষের বৃষ্টিবিন্দুর ভিতর হয়ত এঁকে যাবে নতুন প্রভাত! তখন সেই প্রভাতে নেই আমি!
পাতালপুরীর সমাবর্তনে
একরাশ ক্ষোভ জমে
প্রতিরোধ হলে
লাবণ্যপ্রভা গর্ভবতী হইও!
আমলকি বিতানে অমলকান্তির স্বপ্ন রঙিন
তাঁতে  তোমার নামে
প্রভাত ফুটবে একদিন!
তোমার নাভিকুণ্ডের ওমে
লংমার্চের পদধ্বনি শুনে
বাংলায় রাত নামুক!
অমলকান্তি ফুল হয়ে ছেয়ে যাক সবুজ বাংলা!
লাবণ্যপ্রভার নুপুরছন্দে

ধুয়ে যাক রাশিফল!

বর্ধমান । 

শ্রীশুভ্র শ্রীশুভ্র Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.