গলিত সময়
চোখ জুড়ে সন্ধ্যাকে তাড়িয়ে শ্বেতী জোছনায় হাঁটুর ভাঁজে ভাঁজে মগ্নতা বসে। রঙের কোলাহল ছেড়ে জেগে থাকে জাগরণ আলোয়। মানুষগুলো পাথর হয়ে ক্লান্তিহীন ভেঙে চলে ইটের শরীর। নীলাভ আগুন বাতাসে বাজে, কেতলির ভিতরে ইচ্ছে ফুটে সিদ্ধ হয় ভালোবাসা। মানবিক ব্যাথায় শিল্পের বাগান প্লাবিত সবুজ উত্সাহ। ব্যাঙের ডাকের মতো ঘাম ছেড়ে জ্বলে সকালের রোদ - টের পাই, জল ভাঙে যেন গলিত সময় , সমস্ত জমিন ডুবে ছিল গলিত সময়ে, নৈঃশ্বব্দে...।
বরিশাল ।
জিনাত জাহান খান
Reviewed by Pd
on
জুলাই ৩০, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
জুলাই ৩০, ২০১৩
Rating:


ভালো লাগলো।
উত্তরমুছুনসমস্ত জমিন ডুবে ছিল গলিত সময়ে নৈশব্দে । দারুন লেখেন আপনি । আগে আরও লেখা পড়লাম আপনার । ভাবনা থেকে আসা সত্যি যেন আমাদেরই বলা সব কথা ।
উত্তরমুছুনকেতলির ভেতরে ইচ্ছে ফুটে সেদ্ধ হয় ভালোবাসা - প্রান জুড়িয়ে যায় লেখা পড়ে ।
উত্তরমুছুন