
পালাবে কোথায় তুমি !
চায়ের কাপের চায়ের ধূঁয়ার মতো
বাস্পায়ীত হয়ে উড়ে গেলে তুমি আমার হৃদয় থেকে
অদৃশ্য হয়ে গেলে
মিশে গেলে হাওয়ায়
নীল গগণকে বললাম কোথায় গেলো সে
রবিকে বললাম তার আলোর তীব্রতা বাড়িয়ে খোঁজতে
চাঁদকে অনুরোধ করলাম রূপালী জ্যোৎস্নার ছড়াতে তার প্রতি
হাওয়াকে বললাম গতি না বাড়াতে যেন চিরতরে হারিয়ে না যায়
মেঘকে বললাম তাকের ধরে রেখো যেন বৃষ্টি হয়ে
আবার ফিরে আসে আমার হৃদয়ে
পালাবে কোথায় তুমি !
ঢাকা ।
শামীম পারভেজ
Reviewed by Pd
on
জুলাই ৩০, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
জুলাই ৩০, ২০১৩
Rating:

সেই তো আরও পালিয়ে যাওয়া যায় কোথায় -
উত্তরমুছুন