শামীম পারভেজ






জীবন নামের রেলগাড়িটা
-------
জীবন নামের রেলগাড়িটা 
চলছে তো চলছে
চলার পথে সত্য মিথ্যা
বলছে তো বলছে ।
চলার মাঝে রেলগাড়িটার
নেইযে কোনো কান্তি
বাধা বিপদ পরিয়ে সে 
আনে সুখ শান্তি ।
জীবন নামের রেলগাড়িটা
কোথায় গিয়ে থামবে 
কর্মের উপর লক্ষ্য রেখেই 
পরে সেটা জানবে ।

-ঢাকা-

শামীম পারভেজ  শামীম পারভেজ Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.